Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উত্তর বাখরনগর ইউনিয়নের ইতিহাস

     উত্তর বাখরনগর ইউনিয়নের ইতিহাস:

     উত্তর বাখরনগর ইউনিয়নটি রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে উত্তর     বাখরনগর মৌজার নামে ইউনিয়নটির নামকরণ করা হয় উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদ। ইউনিয়নটি পাশ দিয়ে বয়ে গেছে আড়িয়াল খাঁ নদী। যা ইউনিয়নটিকে সমৃদ্ধ করেছে।উত্তর বাখরনগর ইউনিয়নের বাখর নগর বাজার টি একটি ঐতিহ্য বাহী বাজার। এ বাজারে একসময় পাটের ব্যবসার জন্য বিখ্যাত ছিল।

রতনপুর গ্রামে রয়েছে প্রখ্যাত সাধুর আশ্রম। এখানে প্রতি দিন অনেক লোক যাতায়াত করে।