গ্রাম আদালতে মামলার আবেদন: কোন ব্যাক্তি গ্রাম আদালতে ফৌজদারী ও দেওয়ানী এখতিয়ারভুক্ত বিষয়ে বিচার প্রার্থী হলে নির্দ্দিষ্ট পরিমাণ কোর্ট ফি দিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট লিখিত আবেদন করবেন। আবেদনপত্রে নিম্ন লিখিত বিবরণ উল্লেখ থাকতে হবে: o চেয়ারম্যান, উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদ, রায়পুরা, নরসিংদী বরাবরে আবেদনপত্র দাখিল করতে হবে। o আবেদনকারী বা বাদীর নাম ও ঠিকানা o বিবাদীর নাম ও ঠিকানা o অপরাধের স্থান; যেখানে অপরাধ সংঘটিত হয়েছে o অভিযোগের বিবরণ o প্রার্থিত প্রতিকার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস